Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির কর্মসূচিতে জনগণ ভয় পায়’


৯ মার্চ ২০১৮ ১৭:১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মাদারীপুর: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আওয়ামী লীগের কেউ কোনো ধ্বংসাত্মক কাজে জড়ায়নি। বিএনপির মতো মানুষ পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে হত্যা করেনি। ফলে, বিএনপির কোনো কর্মসূচির কথা শুনলে মানুষ ভয় পায়।’

মাদারীপুর শহরে শুক্রবার (৯ মার্চ) সকালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘বিএনপির কোনো কর্মসূচি শুনলে মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৫ জানুয়ারি পরবর্তীকালে তারা কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। আবার কোনো হত্যাকাণ্ড, তাণ্ডব শুরু করে সেই ভয় ভীতি মানুষের মধ্যে এখনো আছে।’

ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শাজাহান হাওলাদার, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, সাবেক পৌর মেয়র জনাব নূররুল আলম বাবু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান সফিক খান, মলয় কুমার চক্রবর্তী প্রমুখ।

সারাবাংলা/এমএইচ/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর