জামিন পেলেন টিকটক তারকা অপু
১৭ আগস্ট ২০২০ ২১:৫৯
ঢাকা: সাধারণ মানুষকে হেনস্তা এবং মারধরের অভিযোগের মামলায় ‘টিকটক তারকা‘ আরাফাত অপুর জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদে এ আদেশ দেন।
এ সময় আসামি অপুর পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। অপর দিকে রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।
এর আগে গত সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অপুর বিরুদ্ধে গত রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উত্তরা ছয় নম্বর সেক্টর এলাকার স্থানীয় লোকজনকে মারধরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রকৌশলীর সঙ্গে মারামারির সময় তাকে স্থানীয়রা গণপিটুনিও দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।