জয়পুরহাট: জেলার কালাইয়ে মেয়াদোর্ত্তীণ ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ১৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে কালাই পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোবারক হোসেন জানান, অসাধু ফার্মেসি ব্যবসায়ীরা মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং কিছু খাবারের দোকানদার অস্বাস্থ্য পরিবেশে খাবার বিক্রি করছে এমন খবরের ভিত্তিতে কালাই পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি প্রতিষ্ঠানকে ২৮হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ওষুধ নিরাপত্তা ও খাদ্যে ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদফতররের সহকারী পরিচালক দেবাশীষ রায়, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।