Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পি কে হালদারের অর্থ আত্মসাৎ: ২ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক


১৮ আগস্ট ২০২০ ১৩:৫৯

ঢাকা: ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড (আইএলএফএসএল) থেকে অপসারিত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের বিষয়ে হাল ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক কাজী মমরেজ মাহমুদ ও স্বপন কুমার মিস্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বাধীন একটি অনুসন্ধানী টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

একই ঘটনায় মঙ্গলবার সাত জনকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। বাকি পাঁচ জন হলেন— হাল ইন্টারন্যাশনালের এমডি সুস্মিতা সাহা, পরিচালক প্রিতিশ কুমার হালদার ও অমিতাভ অধিকারী, আনন কেমিক্যালের পরিচালক উজ্জ্বল কুমার নন্দী ও অনিতা কর।

বুধবার (১৯ আগস্ট) জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে আরবি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর রতন কুমার বিশ্বাস ও রেপ্টাইলস ফার্মের চেয়ারম্যান শিমু রায়কে। একই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২৩ আগস্ট তলব করা হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম. এ হাসেম, পরিচালক নাসিম আনোয়ার, বাসুদেব ব্যানার্জি ও মোহাম্মদ আবুল হাশেমকে।

এছাড়াও আগামী ২৪ আগস্ট পরিচালক নওশেরুল ইসলাম, মো. আনোয়ারুল কবির ও রাশেদুল হক এবং ২৬ আগস্ট ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জে. কে ট্রেড ইন্টারন্যাশনালের মালিক ইরফান আহমেদ খানকে তলব করেছে দুদক।

অর্থ আত্মসাৎ দুদকের জিজ্ঞাসাবাদ পি কে হালদার প্রশান্ত কুমার হালদার হাল ইন্টারন্যাশনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর