Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ার ৪ পোশাক কারখানায় আগুন


৯ মার্চ ২০১৮ ১৮:০৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা (আশুলিয়া): আশুলিয়ায় চারটি গ্রার্মেন্টস কারখানায় ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

শুক্রবার (৯ মার্চ) বিকেল চারটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এসবি নীট ওয়্যার গার্মেন্টস থেকে এ আগুন লাগার ঘটনা ঘটনা ঘটে।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেল চারটার দিকে জিরাবো এলাকায় এসবি নীট ওয়ার গার্মেন্টস ভয়াবহ আগুন লাগে। পরে আগুন পাশের কারখানা এস এস লিমিটেড,এ প্লাস নিটিং,ইউনিয়ন লেভেল কারখানায় ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে চারটি কারখানায় আগুনের শিখা বেশী হওয়ায় কারখানা গুলোর পাশে ফারুক নামের এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে কয়েকটি রুম পুড়ে যায়। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ২০ জন শ্রমিক। পরে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। র‌্যাব ও পুলিশ সদস্যরা কারখানা গুলো পরিদর্শন করেছে।

বিষয়টি নিশিচত করে আশুলিয়া শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছে।

সারাবাংলা/ এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর