ঢাকা: গণপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, করোনার অজুহাতে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে সরকার প্রমাণ করেছে তারা জনগণের সরকার নয়। শুধুমাত্র একটি গোষ্ঠীর স্বার্থে মসনদে বসে আছে৷ গণপরিবহনে শারীরিক দূরত্ব মানার জন্য ভাড়া বাড়ানো হয়েছিলো। কিন্তু গণপরিবহনে শারীরিক দূরত্ব না থাকলেও বর্ধিত ভাড়া ঠিকই নেওয়া হচ্ছে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। সরকারের মন্ত্রীরা অযাচিত কথা বলছেন। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে তিনি বলেন, করোনায় ব্যর্থ হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী এ পদে থাকার কোনো যোগ্যতা নেই।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল নেজাব উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান প্রমুখ।