স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: ‘মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ’ করা না হলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে লিয়াজোঁ কমিটি।
বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিটির সভাপতি ডা. মো ইদ্রিস আলী। মাধ্যমিক স্কুল শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত জাতীয়করণের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইদ্রিস আলী বলেন, ‘মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের যে দাবিতে আন্দোলনে নেমেছিলাম সরকার তা মেনে নেয়নি। আমাদের আবারও রাজপথে নামতে হবে। আরও কঠোর আন্দোলন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হলে শিক্ষকদের পূর্ণ মর্যাদা দিতে হবে। ২০১৫ সালে সকল চাকরিজীবীদের বেতন ভাতা ৬৩% থেকে প্রায় ১০০ ভাগ বেড়েছে। কিন্তু সরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের মাসিক বেতন বাড়েনি।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহ আলম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে গেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও ইতোমধ্যে ২৬ হাজার রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে শিক্ষাবান্ধব সরকার হিসেবে প্রশংসিত হয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পেলেও, পাচ্ছি না টাইমস্কেল ও বার্ষিক ৫% প্রবৃদ্ধি বৈশাখী ভাতা। বাড়ি ভাড়া ও চিকিৎসা বাবদ পাচ্ছি মাত্র এক হাজার ও পাঁচ শ’ টাকা করে। ’
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল লিয়াজোঁ কমিটির প্রধান উপদেষ্টা অ্যাড এস.এম. আব্দুল জলিলের কিন্তু তিনি না আসাতে বিশেষ অতিথি প্রধান অতিথির দায়িত্ব পালন করেন।
সারাবাংলা/এআই/আইএ