‘হারুনের সংসদীয় আসন কেন শূন্য ঘোষণা নয়’
১৮ আগস্ট ২০২০ ১৮:২৯
ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের নির্বাচনি আসনকে কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
হারুনের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জে করা দুটি রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) এ রুল জারি করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।
চার সপ্তাহের মধ্যে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, সংসদ সদস্য হারুন অর রশীদ ও নির্বাচন কমিশনের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটে আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী দেওয়ান এম এ ওবাঈদ হোসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘সংবিধানের ৬৬(২)(ঘ)অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্যের কোনো মামলায় দুই বছর বা তার বেশি সাজা হলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাওয়ার কথা। কিন্তু সংসদ সদস্য হারুন অর রশীদের সাজা হয়েছে পাঁচ বছর। ফলে তিনি আর সংসদ সদস্য পদে থাকতে পারেন না। রিটে সেই বিষয়টিই চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত রিট আবেদনটি শুনে রুল জারি করেছেন।’
শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বিক্রি করে শুল্ক ফাঁকির মামলায় বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে গত বছর ২১ অক্টোবর পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেন আদালত।
রায়ের অনুলিপি সংসদ সচিবালয়ের সচিবের কাছেও পাঠানো হয়। এই সংসদ সদস্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি বিবাদীদের আইনি নোটিশ পাঠান রিট আবেদনকারী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ। কিন্তু কোনো সাড়া না পেয়ে গত ১৩ আগস্ট হাইকোর্টে জনস্বার্থে তিনি রিট আবেদন করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।