Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাহুবলী’ প্রভাস এবার ‘আদিপুরুষ’


১৮ আগস্ট ২০২০ ১৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার আলোচনায় ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণের অভিনেতা প্রভাস। এবার তিনি ‘আদিপুরুষ’। রামায়ণের প্রেক্ষাপটে তৈরি ছবি ‘আদিপুরুষ’র মূল চরিত্রে অভিনয় করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষনা দিলেন প্রভাস নিজেই। প্রকাশ করলেন ছবির ফার্স্ট লুক পোস্টার।

আজ (মঙ্গলবার) পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন প্রভাস। পোস্টারে নীল রঙের প্রেক্ষাপটে বড় করে সোনালি অক্ষরে ‘A’ লেখা। তারই মাঝে লেখা রয়েছে ‘আদিপুরুষ’ হিসেবে প্রভাসের নাম। নিচে ক্যাপশনে লেখা, ‘অশুভকে হারিয়ে শুভ শক্তির বিজয়োৎসব।’

‘আদিপুরুষ’ ছবিটি পরিচালনা করবেন ‘তানাজি দ্য আনসাং ওয়ারিয়র’ খ্যাত পরিচালক ওম রাউত। তেলুগু এবং হিন্দি ভাষায় তৈরি হবে ছবিটি। তারপর তামিল, মালয়ালম, কন্নড়-সহ বিদেশি ভাষাতেও ডাবিং করা হবে। ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২১-এ ‘আদিপুরুষ’র শুটিং শুরু করবেন প্রভাস। তবে ছবির বাকি কলাকুশলী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে, বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী থাকবে মেগা বাজেটের ছবিতে।

এর আগে শোনা গিয়েছিল, রামায়ণ নিয়ে ছবি তৈরি করতে চান পরিচালক নীতেশ তিওয়ারি। সেখানে সীতা ও রামের চরিত্রে নীতেশ হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে ভেবেছিলেন। প্রভাসকে নাকি রাবণের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু প্রভাস তাতে রাজি হননি। এদিকে গত ১৯ জুলাই দীপিকার সঙ্গে জুটি বাঁধার কথা ঘোষণা করেছেন প্রভাস। সেই ছবিটি পরিচালনা করবেন পরিচালক নাগ অশ্বিণ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর