Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী অঙ্গ সংগঠন নারীর জন্য মূর্তিমান আতঙ্ক: রিজভী


৯ মার্চ ২০১৮ ১৮:৫১

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ নারী সমাজের জন্য মূর্তিমান আতঙ্ক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (০৯ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের জনসভায় সিরিজ নারী লাঞ্ছনার ঘটনায় সারা দেশে ধিক্কারের ঝড় বইছে। ছাত্রলীগ-যুবলীগের কাছে এটি নতুন নয়। ছাত্রলীগ দেশজুড়ে ব্যাপক অনাচারের মধ্যে নতুন ও ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে সিরিজ নারী লাঞ্ছনার ঘটনা।’

‘স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে লোক দেখানো বিচারের কথা বললেও গতকাল ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সমাবেশের বাইরে সংঘটিত এ ধরনের ঘটনার দায় নেবে না দল। তাহলে কি ওবায়দুল কাদের সাহেব বিচারের পরিবর্তে নারী লাঞ্ছনাকারিদের আরো উৎসাহিত করছেন ? এই ঘটনায় দেশের সম্ভ্রম লুন্ঠিত হলেও আওয়ামী নেতাদের টনক নড়ছে না।’

‘বিএনপি রাস্তা বন্ধ করে বেআইনিভাবে সমাবেশ করতে যাওয়ায় পুলিশ বাধা দিয়েছে। কালকের ঘটনার জন্য বিএনপি নিজেরাই দায়ী‘— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘তার (ওবায়দুল কাদের) বক্তব্য মিথ্যাচারের সকল সীমা অতিক্রম করেছে। প্রতিদিন প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে, সরকারের মন্ত্রী-নেতারা সেসব অনুষ্ঠান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন। অথচ সেগুলোতে বাধা দেয়া হচ্ছে না। কেবলমাত্র বিএনপির মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতেই বাধা দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘স্ববিরোধীতা যেন আওয়ামী লীগের বিশেষ বৈশিষ্ট্য। কথার বিপরীত কাজে তারা বিশ্বাসী। এ ধরনের কথা বলার কারণ হচ্ছে তাদের আর জনগণ ও যথার্থ প্রতিযোগিতামূলক নির্বাচনের প্রয়োজন নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখনই বললেন-আমরা বিদেশীদের পরামর্শ নেই না। পরক্ষণেই শুনলাম  ওবায়দুল কাদের একটি প্রতিনিধি দল নিয়ে তদবির করতে ভারতে যাচ্ছেন। আওয়ামী লীগের ক্ষমতার উৎসই হচ্ছে বিদেশ।’

রিজভী জানান, ‘শুক্রবার নয়াপল্টন কার্যালয়ের নিচ তলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১২তম কারাবন্দী দিবস উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে জাতীয়তাবাদী কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট এবং জাতীয়তাবাদী ওলামা দল নেতা মিজানুর রহমান টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

সাত দিনের রিমান্ডে থাকা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু বর্তমানে ভীষণ অসুস্থ হওয়া সত্বেও তাকে রিমান্ডে নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, ‘ঢাকা মহানগর কামরাঙ্গীর চর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সায়েমকে গতকাল সন্ধ্যায় পুলিশ তার বাসা থেকে গ্রেফতার করে এবং পেটাতে পেটাতে থানায় নিয়ে যায়। আইনানুযায়ী তাকে কোর্টে হাজির করার কথা। কিন্তু এখনও পর্যন্ত তাকে কোর্টে হাজির করা হয়নি। তাকে আদালতে হাজির না করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। তার ওপর চালানো হয়েছে নিষ্ঠুর নির্যাতন।’

বাবু রাজের পরিবারকে ফোনে সান্তনা দিয়েছেন তারেক:

বিএনপির অবস্থান কর্মসূচি থেকে গ্রেফতার ছাত্রদল ঢাকা উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজের পরিবারকে সান্তনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (০৮ মার্চ) সন্ধ্যায় লন্ডন থেকে রাজের পরিবারকে ফোন করেন তিনি। রাজের স্ত্রী ও সন্তানের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ-খবর নেন। বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে বলেন— জানান রিজভী।

বিজ্ঞাপন

তিনি জানান, এর আগে বুধবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর পরিবারকে ফোন করে সান্তনা দেন তারেক রহমান। বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইনকে ফোন দিয়ে শফিউল বারী বাবুর খোঁজ-খবর নেন তিনি।

সারাবাংলা/এজেড

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর