Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদেশের মধ্যে সম্পর্কের সোনালি অধ্যায় চলমান: হর্ষ বর্ধন শ্রিংলা


১৯ আগস্ট ২০২০ ১৫:২৬

ঢাকা: বাংলাদেশ ও ভারত একসঙ্গে অনেক উন্নয়নমূলক কাজ করছে। দুদেশের মধ্যে সম্পর্কের সোনালি অধ্যায় চলছে, যা আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন দুদিনের ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে শ্রিংলা দুই দিনের সফরে মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা আসেন। ওই দিনই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পৌঁছে দেন ।

সফরের দ্বিতীয় দিনে বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন শ্রিংলা। তার আগে, রাজনৈতিক একাধিক ব্যক্তি, সম্পাদক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা রাজধানীল একটি অভিজাত হোটেলে শ্রিংলার সঙ্গে সাক্ষাত করেন। আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এদিকে, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার এই সফর নিয়ে ঢাকা-নয়াদিল্লির আনুষ্ঠানিক তথ্য সরবরাহে অনেক কমতি চোখে পড়ার মতো ছিল।

এই সফর নিয়ে ঢাকার ভারতীয় মিশন মঙ্গলবার (১৮ আগস্ট) কয়েক লাইনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ও দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে দুই দিনের সফরে ঢাকা এসেছেন।’

হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, ‘উন্নয়নের জন্য দুইদেশ একসঙ্গে অনেক কাজ করছে, সামনের দিনগুলোতে আরও কাজ করবে।’

‘দুইদেশের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই’, উল্লেখ করে শ্রিংলা বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্কের সোনালি অধ্যায় চলছে। এই সম্পর্ক বহমান থাকবে এবং আগামীতে আরও শক্তিশালী হবে, যাতে উন্নয়ন নিশ্চিত করা যায়।’

রোহিঙ্গা ইস্যুতে জানতে চাইলে শ্রিংলা বলেন, ‘বাংলাদেশ এবং মিয়ানমার উভয়েই ভারতের প্রতিবেশি বন্ধু রাষ্ট্র। রোহিঙ্গা সংকট যাতে সহজে মিটে যায় এবং রোহিঙ্গারা নিজেদের বসতভিটায় ফিরতে পারে সে জন্য ভারত কাজ করছে।’

টপ নিউজ বাংলাদেশ ভারত শ্রিংলা সচিব


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর