Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় ভুয়া মেজর জেনারেল আটক


১৯ আগস্ট ২০২০ ১৭:৩২

মাগুরা: পুলিশের একটি দল আজ মাগুরা সদর উপজেলার লক্ষীকান্দর গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনীর ভুয়া মেজর জেনারেল পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে।

নীলকান্ত ওরফে নীলে (২৮) ওই গ্রামের লক্ষণ মণ্ডলের ছেলে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পারভেজ জানান, ওই যুবকের বিরুদ্ধে সেনাবাহিনীর মেজর জেনারেল পদ ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বুধবার (১৯ আগস্ট) তাকে নিজবাড়ি থেকে হাতে নাতে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে। প্রতারক চক্রের এই সদস্য স্মার্ট ফোন ব্যবহার করে সাধারণ মানুষদের দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিলেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, আটককৃত সেনাবাহিনীর ভুয়া মেজর জেনারেল নীলকান্ত ওরফে নীলে আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। তিনি, বিভিন্ন সময় বিভিন্ন আধুনিক পদ্ধতি ও কলাকৌশল অবলম্বন করে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ হাতিয়ে নেন। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

‍ভুয়াা মেজর জেনারেল মাগুরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর