ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। তিনি একই প্রতিষ্ঠানের ভাইরোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন।
অধ্যাপক ডা. তাহমিনা শিরীন আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরার স্থলাভিষিক্ত হবেন। ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব নেবেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এই বদলি ও পদায়নের আদেশ সম্বলিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে ১৩ আগস্ট আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদফতরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ২০ আগস্ট তিনিও অধিদফতরে নতুন পদে দায়িত্ব নেবেন।