Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় যুগ পর বরিশালে ব্যবসায়ী হত্যা মামলার বিচার, যাবজ্জীবন ২


১৯ আগস্ট ২০২০ ১৯:৫৫

বরিশাল : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারকে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ জরিমানা করেছে আদালত। মামলার অপর পাঁচ আসামীকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়। দেড় যুগ পর বুধবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত দুই ভাই হলেন একই এলাকার বাবুল সিকদার ও জাহাঙ্গীর সিকদার। বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্তরা জামাল সিকদার, মামুন চৌকিদার, ছালাম হাওলাদার, ফরিদ খা ও জাহাঙ্গীর সরদার।

বিজ্ঞাপন

মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, ২০০১ সালের ২৭ মার্চ দুপুরে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার কাছে মিয়ার হাটে আগে থাকা নিয়ে বিরোধের জেরে ডাল ব্যবসায়ী মোতাহার হোসনকে কুপিয়ে আহত করে দণ্ডিতরা। গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে আনা হলে রাতেই মারা যান তিনি। এ ঘটনায় মোতাহারের ভাই আজাহার হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা করলে স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ করে বিচারক উল্লেখিত রায় দেন।

দেড় যুগ পর হত্যা মামলার রায় পেয়ে সন্তোয় প্রকাশ করেন মোতাহার হাওলাদরের ভাই আজাহার হাওলাদার।

বরিশাল ব্যবসায়ী হত্যা মামলা