৬৬ পোশাক শ্রমিকের মৃত্যুতে সহায়তায় এক কোটি ৩২ লাখ টাকা প্রদান
১৯ আগস্ট ২০২০ ২০:১৪
ঢাকা: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল থেকে ৬৬ জন গার্মেন্টস শ্রমিকের মৃত্যুতে সহায়তা হিসেবে বিজিএমইএকে এক কোটি ৩২ লাখ টাকা দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বিজিএমইএ এর সচিব কমডোর (অব:) মোহাম্মদ আবদুর রাজ্জাকের হাতে এই সহায়তার চেক হস্তান্তর করেন। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে শ্রম প্রতিমন্ত্রীর কাছে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এবং এস আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কোল্ড রোল্ড স্টিল লিমিটেড তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় এক কোটি ৯৩ লাখ টাকা জমা দিয়েছে।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালক (লিগ্যাল এন্ড কর্পোরেট এফেয়ার্স) ক্রিস্টাবেল র্যানডলফ তাদের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ এক কোটি ৮৮ লাখ ৪৪১ টাকা এবং প্রথমবারের মতো এস আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৪ লাখ ৫৯ হাজার ৩৩৩ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করে।
দুই তহবিলের চেক প্রদান এবং গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোল্লা জালাল উদ্দিনসহ মন্ত্রণালয় এবং ফাউন্ডেশন দু’টির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।