‘নিয়ম রক্ষা’র আরেক অধিবেশন বসছে ৬ সেপ্টেম্বর
১৯ আগস্ট ২০২০ ২০:২৯
ঢাকা: সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় বসতে যাচ্ছে আরও একটি সংসদ অধিবেশন। একাদশ জাতীয় সংসদের নবম এই অধিবেশন বসছে ৬ সেপ্টেম্বর। তবে এর আগে এপ্রিলে ‘নিয়ম রক্ষা’র যে অধিবেশনটি বসেছিল, নবম অধিবেশনটি তেমন সংক্ষিপ্ত না-ও হতে পারে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশনটি আহ্বান করেন।
আরও পড়ুন- ‘নিয়ম রক্ষা’র অধিবেশন বসবে একঘণ্টার জন্য
সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত এক বার্তায় বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৭ বঙ্গাব্দের ২২ ভাদ্র মোতাবেক ২০২০ খ্রিস্টাব্দের ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ৯ম (২০২০ সালের চতুর্থ) অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে একাদশ সংসদের অষ্টম অধিবেশনটি ছিল বাজেট অধিবেশন। ইতিহাসের সংক্ষিপ্ততম এই বাজেট অধিবেশন ছিল মাত্র ৯ কার্যদিবসের। গত ৯ জুলাই ওই অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে অন্য একটি অধিবেশন বসতে হবে। এই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই সেপ্টেম্বরের ৮ তারিখের মধ্যে নতুন অধিবেশন শুরু হতে হবে।
আরও পড়ুন- ‘মাত্র’ ৯ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে একাদশ সংসদের ষষ্ঠ ও চলতি বছরের প্রথম অধিবেশন শেষ হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্চে দুই দিনের বিশেষ একটি অধিবেশন বসার কথা ছিল। এর মধ্যে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে সে অধিবেশন বাতিল করা হয়। পরে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এপ্রিলে সপ্তম অধিবেশন আহ্বান করা হয় সামান্য সময়ের জন্য।
এরপর ১১ জুন একাদশ সংসদের অষ্টম তথা বাজেট অধিবেশন শুরু হয়। এর আগে একেকটি বাজেট অধিবেশন দীর্ঘ সময় চললেও ৯ কার্যদিবসে অধিবেশনটি শেষ হয় ৯ জুলাই। এবারে সংবিধান সমুন্নত রাখতে করোনাভাইরাসের মধ্যেও বসছে আরেকটি অধিবেশন।
এদিকে, দেশে এখনো করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা থেমে না থাকলেও পরিস্থিতি অনেকটাই ‘নিয়ন্ত্রণে’ এসেছে বলে ধারণা করা হয়। সরকার এরই মধ্যে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা ও রাত ১০টার পর জরুরি প্রয়োজনে বাসার বাইরে যেতে নিরুৎসাহিত করা ছাড়া বাকি সব বিধিনিষেধ তুলে নিয়েছে। এরই মধ্যে সরকারি অফিসগুলো স্বাভাবিক সময়ের মতো ৯টা-৫টা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকেও স্বাভাবিক কার্যক্রম চালাতে আদেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ধারণা করা হচ্ছে, এসব কারণেই এবারের বাজেট অধিবেশনটি সংক্ষিপ্ত হলেও সেটি এপ্রিলের মতো সংক্ষিপ্ততম না-ও হতে পারে।
যদিও এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংসদ সচিবালয় কেবল বলছে, এই অধিবেশনটি সংক্ষিপ্ত হবে।
একাদশ জাতীয় সংসদ টপ নিউজ নবম অধিবেশন সংসদ অধিবেশন সাংবিধানিক বাধ্যবাধকতা