Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তাগাছা পৌরসভার মেয়র বরখাস্ত


১৯ আগস্ট ২০২০ ২০:৫৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২০ ২১:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ময়মনসিংহের মুক্তাগাছা পৌর মেয়র, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামকে পৌরসভার মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তাগাছা থানায় মামলা নং ০৬, তারিখ ৬/২/১৫ এর ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) চার্জসিট নম্বর ১৪৬/১৫ বিজ্ঞ আদালতের কাছে গৃহিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

মেয়র শহীদুল ইসলাম বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয়পতিপন্ন করার লক্ষ্যেই একটি পুরাতন মিথ্যা রাজনৈতিক মামলায় বরখাস্ত করা হয়েছে।

ময়মনসিংহ মুক্তাগাছার মেয়র