Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে আরও ৩ বিশেষ ফ্লাইট


২০ আগস্ট ২০২০ ০২:৪৯

ঢাকা: করোনাভাইরাস মহামারিতে সৌদি আরবে আটকা পড়া অভিবাসীদের দেশে ফিরিয়ে আনতে আরো তিনটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২১ আগস্ট রিয়াদ ও জেদ্দা থেকে দুটি ফ্লাইট এবং ২৭ আগস্ট দাম্মাম থেকে আরো একটি ফ্লাইট পরিচালনা করা হবে।

এছাড়া ২৫ আগস্ট জেদ্দা থেকে আরো একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে জানা গেছে বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ২১ আগস্ট বিমান রিয়াদ থেকে ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। তবে সেক্ষেত্রে আগ্রহী যাত্রীদের অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রার করা যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকেট কিনতে পারবেন।
ঢাকা-রিয়াদ একমুখী যাতায়াতের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ভাড়া নির্ধারণ করেছে বিজনেস ক্লাসে ভাড়া বয়স্কদের জন্য ৩০০০ সৌদি রিয়াল। আর ইকোনমি ক্লাসে ভাড়া ২১৫০ সৌদি রিয়াল। যাত্রীরা ৪৫ কেজি দুইটি ব্যাগ ফ্রি বহন করতে পারবে। তবে বিজনেস ক্লাসে এই সুবিধা ৫৫ কেজি। আর উভয় ক্লাসের যাত্রীরা হাতে সাত কেজি ওজনের একটি ব্যাগ বহন করতে পারবেন।

একই দিনে ​২১ আগস্ট বিমান বাংলাদেশ জেদ্দা থেকে ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। সেখানেও একই পদ্ধতি অবলম্বন করতে হবে। এখানে ভাড়া বিজনেজ ক্লাসে ৩২০০ সৌদি রিয়াল।

আর ইকোনমি ক্লাসে ২২০০ সৌদি রিয়াল। এখানে ৪০ কেজি করে ২টি ব্যাগ মোট ৮০ কেজি বহন করতে পারবেন। হাত ব্যাগে আরো সাত কেজি। বিশেষ এক্সেস ব্যাগেজ- ১টিতে ২৩ কেজি নিতে পারবেন। সেক্ষেত্রে ৪০০ সৌদি রিয়াল নেট দিতে হবে।

বিজ্ঞাপন

শুধু বিমান জেদ্দা অফিস থেকে রেজিস্ট্রারকৃত যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ইকামা দেখিয়ে ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’ টিকেট ক্রয় করতে পারবেন।

আর আগামী ২৭ আগস্ট বিমান দাম্মাম থেকে ঢাকা একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। তাদেরকেও একই পদ্ধতি অনুসরন করতে হবে। দাম্মাম থেকে রেজিস্টারকৃত যাত্রীরা শুধু বিমান দাম্মাম অফিস থেকে অরিজিনাল পাসপোর্ট, ইকামা/এক্সিট দেখিয়ে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকেট ক্রয় করতে পারবেন।

ভাড়ার ক্ষেত্রে বিজনেস ক্লাসে ৩০০০ সৌদি রিয়াল। ইকোনমি ক্লাসে ২১৫০ সৌদি রিয়াল। ফ্রী ব্যাগেজ-২ পিস সর্বমোট ৪৫ কিলো, হাত ব্যাগ ১ পিস ৭ কিলোগ্রাম। বিশেষ এক্সেস ব্যাগেজ- ০১ পিস মাত্র/২৩ কিলো-৪০০ সৌদি রিয়াল নেট। সৌদি আরব ও বাংলাদেশের সকল স্বাস্থ্য বিধি অনুসরণ করতে বলা হয়েছে।

আটক বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বাংলাদেশি সৌদি আরব

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর