শেকৃবিতে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ
২০ আগস্ট ২০২০ ০৯:১৮
ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন সরবরাহের জন্য তালিকা তৈরির কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে স্মার্টফোন দিতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরই অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থীর ডিভাইস কেনার সামর্থ্য নেই, শুধু তারাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংযুক্ত ছকটি ডাউনলোড করে রেজিস্ট্রার বরাবর সংশ্লিষ্ট কাগজপত্রসহ ই-মেইলে ([email protected]) আগামী ২৪ আগস্টের মধ্যে পাঠাতে পারবেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম সারাবাংলাকে বলেন, ‘ইউজিসি আমাদের কাছ থেকে অসচ্ছল শিক্ষার্থীদের একটি তালিকা চেয়েছে। এ জন্য প্রয়োজনীয় তথ্যসহ শিক্ষার্থীদের আবেদন করতে বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অনেকটা ব্যবহারিক ক্লাস নির্ভর হলেও বর্তমানে সরকারি নির্দেশনায় আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। সকলকে এর আওতায় আনার জন্যই ইউজিসির এমন পদক্ষেপ।’