Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: টিকা নিতে বাধ্য করবে না যুক্তরাষ্ট্র


২০ আগস্ট ২০২০ ১১:৩১

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কোভিড-১৯ এর টিকা নিতে বাধ্য করার কোনো পরিকল্পনা প্রশাসনের নেই।  খবর এএফপি।

এদিকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির আয়োজনে এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে করোনা মোকাবিলার হোয়াইট হাউজ টাস্কফোর্সের এই সদস্য বলেন – শরীরের টিকা নেওয়ার প্রশ্নে কেউ কাউকে জবরদস্তি করার এখতিয়ার রাখেন না। আর, তাদের সে রকম পরিকল্পনাও নেই।

বিজ্ঞাপন

ওই ভিডিওবার্তায় ফাউচি বলেন, বড়জোর স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে শিশুদের ও ঝুঁকিপূর্ণ বিশেষ শ্রেনিভুক্তদের করোনা টিকা দেওয়ার ব্যাপারে নির্দেশনা জারি হতে পারে।

এর আগে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন তার দেশের সকল নাগরিকের জন্য করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা দেন।

কিন্তু, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চর্চিত টিকাবিরোধী মনোভাবের এক ধরনের মর্যাদাপূর্ণ অবস্থানের প্রেক্ষিতে দেশটিতে সকলের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া থেকে বিরত থাকলো প্রশাসন।

তবে, করোনা টিকা উদ্ভাবন প্রক্রিয়ার সঙ্গে জড়িত অন্তত ছয়টি কোম্পানির কাছে ইতোমধ্যেই কয়েক কোটি ডোজ করোনা টিকার অগ্রিম অর্ডার দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য টিকাটি বিনামূল্যে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে। স্কুলগামীদের মধ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এমনিতেই, করোনায় সর্বাধিক আক্রান্তের দেশটি মহামারিতে সর্বাধিক মৃত্যুও দেখেছে।

বিজ্ঞাপন

অ্যান্থনি ফাউচি করোনা টিকা করোনা ভ্যাকসিন নভেল করোনাভাইরাস যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর