Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমধ্যসাগরে নৌকা ডুবে শিশুসহ ৪৫ শরণার্থীর মৃত্যু


২০ আগস্ট ২০২০ ১৩:১০ | আপডেট: ২০ আগস্ট ২০২০ ১৫:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমধ্যসাগরে সোমবারের (১৭ আগস্ট) নৌকাডুবির ঘটনায় পাঁচ শিশুসহ অন্তত ৪৫ শরণার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও, জীবিত অবস্থায় আরও ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। খবর আল জাজিরা।

বুধবার (১৯ আগস্ট) জাতিসংঘের শরণার্থী কমিশন (ইউএনএইচসিআর) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে, যাওয়ারা উপকূল থেকে ছেড়ে আসা একটি মোটরচালিত নৌকা ভূমধ্যসাগরে বিকল হয়ে গেলে এই দুর্ঘটনা ও প্রাণহানি ঘটে।

এদিকে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে ওই নৌকার আরোহীদের অধিকাংশই সেনেগাল, মালি, চাদ এবং ঘানার অধিবাসী।

বিজ্ঞাপন

পাশাপাশি, বে-আইনিভাবে সমুদ্রসীমায় অনুপ্রবেশের দায়ে জীবিত উদ্ধার হওয়া ৩৭ জনকে আটক করেছে লিবিয়ার কর্তৃপক্ষ।

এ ব্যাপারে আইওএম’র মুখপাত্র এক টুইটার বার্তায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার তৎপরতায় সমন্বয়হীনতার বিষয়ে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, প্রতি বছরই আফ্রিকার সংঘাতপ্রবণ এলাকাগুলো থেকে পালিয়ে হাজার হাজার মানুষ ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমাতে জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করে। অতীতেও নৌকাডুবির ঘটনা ঘটেছে, কিন্তু ব্যাপক প্রাণহানির ঘটনা বিরল।

ইউএনএইচসিআর জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) নৌকাডুবি ভূমধ্যসাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর