কোভিড-১৯: ভারতে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড
২০ আগস্ট ২০২০ ১৬:২২
২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি করেছে ভারত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে ৬৯ হাজার ৬৫২ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ভারতে ২০ লাখ ৯৬ হাজার মানুষ চিকিৎসা নিয়ে করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। সুস্থতার হার প্রায় ৭৪ শতাংশ।
এদিকে, সবশেষ ২৪ ঘণ্টার জরিপে ৯৭৭ জনসহ ভারতে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৮৬৬ জনের।
ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে, এখন পর্যন্ত রাজ্যভিত্তিক আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এরই মধ্যে ছয় লাখ ২৮ হাজার ৬৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর তালিকায় রযেছে যথাক্রমে তামিলনাড়ু (৩,৫৫,৪৪৯); অন্ধ্রপ্রদেশ (৩,১৬,০০৩); কর্ণাটক (২,৪৯,৫৯০); উত্তর প্রদেশ (১,৬৭,৫১০) ও দিল্লি (১,৫৬,১৩৯)।
অন্যদিকে, ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯২৫ জন।
করোনা আক্রান্ত করোনা শনাক্ত কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস ভারত