এডিসের লার্ভা: ১০ দিনে ১০ লাখ টাকা জরিমানা আদায় ডিএনসিসির
২০ আগস্ট ২০২০ ১৭:৪৫
ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় গত ১০ দিনে ৬৯১টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে। এসব স্থাপনায় ডেঙ্গুবাহিত মশা এডিসের লার্ভা পাওয়ায় ১০ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে ডিএনসিসি।
গত ৮ আগস্ট থেকে শুরু হয় ডিএনসিসির তৃতীয় পর্যায়ের ডেঙ্গুবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা বিষয়ক ‘চিরুনি অভিযান’। অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার ৯৭৪টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৬৯১টি স্থাপনায় এডিসের লার্ভা এবং ৭৭ হাজার ৩৩২টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এসবের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১০ লাখ ৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত শেষ দিনেও ১২ হাজার ৬৭৩টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৫৬টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া ৭ হাজার ৫৭৫টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এতে ৯টি মামলায় মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে সংস্থাটি।
অভিযানের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন সারাবাংলাকে বলেন, ‘তৃতীয় দফায় পরিচালিত চিরুনি অভিযান থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে যদি আবারও অভিযান পরিচালনা করা প্রয়োজন হয় তবে ফের অভিযান চালানো হবে। আমরা যেকোনো মূল্যে শহরকে ডেঙ্গু মুক্ত রাখতে চাই। এজন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে। মশকনিধন কর্মীরা নিয়মিত ওষুধ ছিটাচ্ছে। সেইসঙ্গে জনসচেতনতাও আগের চেয়ে বেড়েছে।’