Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নমুনা পরীক্ষা ছাড়ালো ১৪ লাখ, ২৪ ঘণ্টায় সুস্থ ৩২৫৩


২০ আগস্ট ২০২০ ১৭:৩০

করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার সংখ্যা ১৪ লাখ পেরিয়েছে। এসব নমুনায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন অর্ধেকেরও বেশি— ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন। আর মারা গেছেন ৩ হাজার ৮২২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৩ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য-পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৯১টি পরীক্ষাগারে মোট ১৪ হাজার ১৭৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫৯টি। এসব নমুনায় গত ২৪ ঘণ্টয় শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৬৮ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাকেতর হার ২০ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৯ নমুনা পরীক্ষা মিলিয়ে দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হলো ১৪ লাখ ৭ হাজার ৫৫৬টি। এর মধ্যে করোনা পজিটিভ এসেছেন ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থসহ এ পর্যন্ত মোট ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৪১ জনসহ করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ৩ হাজার ৮২২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ৯ জন। বাসায় মারা গেছেন তিন জন, হাসপাতালে ৩৮ জন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৩০ জনের বয়স ষাটোর্ধ্ব। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন আট জন। আর ২১ থেকে ৩০, ৩১ থেকে ৪০ ও ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন করে মারা গেছেন।

করোনাভাইরাস স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর