Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি রাজনীতি বোঝে না, বোঝে মানুষ হত্যা’


২০ আগস্ট ২০২০ ১৮:৫১

ঢাকা: বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বাঙালি জাতি দেখেছে কিভাবে জাতির পিতার ছবি ও নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। ইতিহাস বিকৃত করা, মুছে ফেলার এই চক্রান্তকারী দল হচ্ছে বিএনপি-জামায়াত। তারা রাজনীতি বোঝে না, তারা বোঝে ক্ষমতা, মানুষ হত্যা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট এবং ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোকসভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণে এই আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর হত্যার মদদদাতা ও মাস্টারমাইন্ডসহ সব ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হচ্ছে উল্লেখ করে শেখ পরশ বলেন, ‘৭১ এর মানবতাবিরোধী অপরাধীদের বিচার করা হয়েছে। ১৫ আগস্টের ঘটনায় মাস্টারমাইন্ড যারা তাদেরও বিচার করা হবে। যারা এই খুনিদের পুনর্বাসন করেছে তাদেরও বিচার করা হবে।’

১৫ আগস্টের ভয়াল কালো রাতের স্মৃতিচারণ যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট আমাদের দুই ভাইয়ের ঘুম ভেঙেছিল গুলির শব্দ শুনে। উঠে দেখি সিঁড়িতে বাবা-মার রক্তাক্ত লাশ পড়ে আছে। তখন ঘাতকচক্র আমাদের খুঁজছে মেরে ফেলার জন্য। জীবন বাঁচাতে বাসা থেকে এক কাপড়ে বের হয়ে এসেছিলাম। তখন বুঝতাম না মৃত্যু কাকে বলে, শত্রু কাকে বলে। একটি মানুষ কিভাবে অন্য একটি মানুষকে হত্যা করতে পারে।’

‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে ইতিহাসকে, বাংলাদেশের জনগণের ভাগ্যকে পূর্ণ উদ্ধার করেন। ২১ আগস্ট আবার এই ষড়যন্ত্রকারীরাই বঙ্গবন্ধু এভিনিউতে মানুষ হত্যা করার জন্য শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করে’, বলেন শেখ পরশ।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘১৫ আগস্ট, ২১ আগস্ট হামলা একই সূত্রে গাঁথা। ১৫ আগস্টের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান আর ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ছিলেন খালেদা জিয়া ও তার ছেলে। এজন্য যুবসমাজ ও যুবলীগের একটাই দাবি যারা এই হত্যাকারীদের পৃষ্ঠপোষক এবং যারা আশ্রয়-প্রশ্রয়দাতা এবং তাদের পূর্ণবাসন করে দিয়েছে সেই খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে বিচারের আওতায় আনার জন্য যুবলীগকে সবসময় সজাগ থাকতে হবে।’

স্মরণসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

চক্রান্তকারী দল বাঙালি জাতি বিএনপি-জামায়াত মানুষ হত্যা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর