Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত, ডুবে গেছে লক্ষ্মীপুরের ১৫ গ্রাম


২১ আগস্ট ২০২০ ১০:৩২

লক্ষ্মীপুর: নিম্নচাপের কারণে লক্ষ্মীপুরে মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লক্ষ্মীপুর- ভোলা নৌ রুট, মজুচৌধুরীর হাটসহ  বিভিন্ন এলাকা ৪-৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে। ডুবে গেছে অন্তত ১৫ গ্রাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ হয়েছে লক্ষ্মীপুর-ভোলা রুটের ফেরি চলাচল। চরম ভোগান্তির মধ্যে পড়েছে যাত্রীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে এই অবস্থা অপরিবর্তিত আছে।

জোয়ারের প্রবল জোয়ারের পানিতে তলিয়ে গেছে বেড়ি বাঁধের বাইরের ১৫টি গ্রাম। হুমকির মুখে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধও। জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘের, ক্ষতিগ্রস্থ হয়েছে লক্ষ্মীপুর সদরের চর রমনী মোহন, রায়পুর, রামগতি ও কমলনগর এলাকার ঘরবাড়ি। চরম দুর্ভোগে পড়েছে মানুষ।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ নির্বাহী প্রকৌশলী এম.জাহাঙ্গীর জানান, আমবস্যা ও উজানের পানির ঢলের কারণে পানি বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর এলাকায় ১৫ কিলোমিটার এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া জোয়ারের পানি ঢুকে অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট ব্রীজ কালভার্ড ও মাছের ঘের ক্ষতি হয়েছে।

টপ নিউজ লক্ষ্মীপুর


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর