Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিমের ‘নাটকীয়’ পরিবর্তনে বিস্মিত যুক্তরাষ্ট্র


৯ মার্চ ২০১৮ ২১:৪০

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ‘নাটকীয়’ পরিবর্তনে বিস্ময় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আর এ কারনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বরাত দিয়ে বিবিসি শুক্রবার এ খবর প্রকাশ করেছে।

টিলারসন বলেন, ‘পিয়ংইয়ং এর সঙ্গে আলোচনায় বসতে কয়েক সপ্তাহ সময় নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসে এই বৈঠক হতে পারে।’

উত্তর কোরিয়ার আহ্বান পেয়ে বৃহস্পতিবার ট্রাম্প জানান, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন। তবে দেশটির ওপর যে নিষেধাজ্ঞা আছে তা বহাল থাকবে।

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন সাংবাদিক সম্মেলনে বলেন, ট্রাম্প ও কিমের মধ্যে হয়ত এ সপ্তাহের মধ্যে বৈঠক হবে। এই বৈঠকে উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হবে বলে তারা আশা করছেন।

তিনি বলেন, ‘বৈঠকে ‘মিরাকল’ কিছু ঘটবে এবং কোরিয়া উপদ্বীপে স্থিতিশীলতা ফিরে আসবে।’

আরও পড়ুন

কিমের দাওয়াত কবুল করলেন ট্রাম্প, এরপর কী হবে?

সারাবাংলা/আইএ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর