Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধুৃনটে অবৈধ বালুর পয়েন্ট ধ্বংস করলো ভ্রাম্যমান আদালত


২১ আগস্ট ২০২০ ১২:৫৫

বগুড়া: বগুড়ার ধুনটে অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালিয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার বিলচাপড়ী বাঙ্গালী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিলচাপড়ী গ্রামের রবিউল ইসলাম আব্দুল আলীম বাঙ্গালী নদীতে ভাসমান ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেন।

বিজ্ঞাপন

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা বেআইনি। অপরাধ রুখতে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বগুড়ার ধুনট