রাজধানীতে দুই শিশু গুলিবিদ্ধ
৯ মার্চ ২০১৮ ২১:৫৫
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর রমনা থানার বাগিচারটেক এলাকায় দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা গুলিবিদ্ধ হয়। আ. মালেক (৭) ও সোহেল মিয়ার (১৫) পায়ে গুলি লেগেছে।
সোহেল জানায়, সে মীরেরবাগ এলাকায় একটি এম্ব্রয়ডারি কারখানায় কাজ করে। কাজ শেষে বাগিচারটেক দিয়ে যাওয়ার পথে হঠাৎ তার পায়ে গুলি লাগে।
মালেক জানায়, সন্ধ্যায় বাসার সামনে খেলার সময় হঠাৎ একটি গুলি এসে তার পায়ে লাগে। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে কিভাবে তারা গুলিবিদ্ধ হয় তা জানা যায়নি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনা তিনি শুনেছেন। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সারাবাংলা/ এমএইচ