Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে আগুনে পুড়ে গেছে পূরবী বার্মিজ মার্কেট


২১ আগস্ট ২০২০ ১৯:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবানে আগুনে পুড়ে গেছে পূরবী বার্মিজ মার্কেট। শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৩টার দিকে মার্কেটের ভিতরে থাকা প্রদীপ দে’র দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এসময় মার্কেটের ভেতরের প্রায় ২৫টির মতো দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর বিকাল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের বান্দরবান সদর এবং রোয়াংছড়ির দু’টি ইউনিট একত্রে আগুন নিয়ন্ত্রণে আনে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এ ঘটনায় মার্কেটে ২৫টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমান এখনো বলা যাচ্ছে না।’

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈহ্লা, পৌর মেয়র ইসলাম বেবী।

আগুনের সূত্রপাত বার্মিজ মার্কেট শর্টসার্কিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর