ভাস্কর মৃণাল হক আর নেই
২২ আগস্ট ২০২০ ০৯:৪৭
ঢাকা: দেশের স্বনামধন্য ভাস্কর মৃণাল হক মারা গেছেন। শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গুলশানের বাসায় তার মৃত্যু হয়। মৃণাল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃণাল হক ডায়বেটিসের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার রাতে সুগার লেভেল কমে যায়, পাশাপাশি অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল। অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাস্কর মৃণাল হকের জন্ম ১৯৫৮ সালে রাজশাহীতে। ১৯৯৫ সালে তিনি আমেরিকায় পাড়ি জমান এবং সেখানে কাজ শুরু করেন। নিউইয়র্ক সিটিতে বাংলাদেশের দুতাবাসে তার প্রথম প্রদর্শনী হয়। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
ওই বছর নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের বলাকা ভাষ্কর্যটি । ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলী টাওয়ার তারই শিল্পকর্ম। বিভিন্ন সময় আলোচনা সমালোচনার মুখে পড়েন দেশের খ্যাতিমান এই ভাস্কর।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।