Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের সঙ্গে অমানবিক আচরণ বন্ধের দাবি সিইউজের


২২ আগস্ট ২০২০ ২১:১০

চট্টগ্রাম ব্যুরো: সাংবাদিকদের সঙ্গে অমানবিক আচরণ বন্ধের জন্য গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

শনিবার (২২ আগস্ট) সিইউজে’র নির্বাহী কমিটির এক সভায় এই আহ্বান জানানো হয়েছে। সভায় চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের ৪ সাংবাদিকদের চাকুরিচ্যুতির প্রতিবাদ জানানো হয়। তাদের অবিলম্বে চাকরিতে পুর্নবহালের দাবি করা হয়েছে।

সভায় সিইউজে নেতারা বলেন, ‘করোনা মহামারির এই দুর্যোগের মধ্যেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে স্ব স্ব কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। ঝুঁকির মধ্যে ফেলেছেন পরিবারের সদস্যদেরও। কিন্তু এমন কঠিন সময়ে কিছু কিছু সংবাদপত্র মালিক সাংবাদিকদের ছাঁটাই, ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন কাগজে স্বাক্ষর দিতে বাধ্য করাসহ যে ধরনের অমানবিক আচরণ করছেন তা অনৈতিক ও অনাকাঙ্ক্ষিত।’

সিইউজে নেতারা এ ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সিইউজের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স ম ইব্রাহিম, পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম ও ডেপুটি প্রধান সোহেল সরওয়ার।

অমানবিক আচরণ গণমাধ্যম সিইউজে

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর