Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ডিইউজে‘র সাবেক সভাপতি আবদুস শহীদের মৃত্যু


২৩ আগস্ট ২০২০ ১২:২০

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও এনটিভির উপ-প্রধান বার্তা সম্পাদক মোহামম্মদ আবদুস শহীদ আর নেই। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (২৩ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল মেমোরিয়াল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম সারাবাংলাকে আবদুস শহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুস শহীদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

বিজ্ঞাপন

গত ২৫ জুলাই আব্দুস শহীদের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৭ জুলাই তাকে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ জুলাই আবদুস শহীদকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

১৯৫৭ সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে আব্দুস শহিদের। দীর্ঘ কর্মজীবনে এনটিভিসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি। সাংবাদিকদের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতিও ছিলেন তিনি। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে গেছেন।

আবদুস শহিদ করোনা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর