Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি, হামলায় প্রাণ গেল ২ ভাইয়ের


২৪ আগস্ট ২০২০ ১৪:২৬

ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাবেলী গঙ্গাধরদী গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর (২৫) ও রাকিব মাতুব্বর (২২)। এ ঘটনায় নিহতদের ভাগ্নে ইমন মাতুব্বর গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের স্বজন মাঈনুদ্দিন মাতুব্বর জানান, বাড়ির পাশের জলায় জাল পেতে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় সাজ্জাদ মাতুব্বরের সাথে কথা কাটাকাটি হয়। এর কিছু সময় পর সাজ্জাদ মাতুব্বরের নেতৃত্বে ১৪-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহতাবস্থায় ওই দুই ভাই ও তাদের ভাগ্নেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার ঘটনার মূলহোতা সাজ্জাদ মাতুব্বরকে আটক করেছে পুলিশ।

দুই ভাইয়ের মৃত্যু মাছ হামলার ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর