Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মামুনের কারখানা’ থেকে কোটি টাকার নকল তেল জব্দ


২৪ আগস্ট ২০২০ ১৮:৩৮

ঢাকা: বিভিন্ন ব্রান্ডের নকল নারিকেল তেল তৈরি ও বাজারজাত কারার অভিযোগে পুরান ঢাকার একটি অবৈধ কারখানাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয়ভাবে জায়গাটি ‘মামুনের কারখানা’ নামে পরিচিত।

সোমবার (২৪ আগস্ট) পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে চকবাজারে এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

‘মামুনের কারখানা’ নামে পরিচিত নকল ওই কারখানা থেকে এ সময় প্রায় ২৫ হাজার বোতল নকল প্রসাধনী জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। অবৈধ এই কারখানাটি নকল প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলীফুল তেল, ডাবর আমলা, কুমারিকা, কিউট ইত্যাদি ব্রান্ডের হেয়ার অয়েল তৈরি ও বাজারজাত করছিল।

এর আগে, একই মালিকের বংশালে অবস্থিত একটি কারখানাকে একই অপরাধে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছিল।

অবৈধ কারখানা নকল নারিকেল তেল পুরান ঢাকা মামুনের কারখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর