‘স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতর লিড দিতে পারেনি’
২৪ আগস্ট ২০২০ ২২:২৪
ঢাকা: করোনাকালে বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করার কথা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের। কিন্তু সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ভূমিকা রাখলেও তারাই বরং তেমন ভূমিকা রাখতে পারেনি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের মধ্যে সমন্বয়হীনতা প্রকট হয়েছে। তাদের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও এই সময়ে নেতৃত্বের সংকটটিই বড় হয়ে দেখা দিয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে সারাবাংলা ডটনেটের নিয়মিত আয়োজন ‘সারাবাংলা ফোকাস’ অনুষ্ঠানে যুক্ত হয়ে অতিথিরা এসব কথা বলেন। ‘ভ্যাকসিন ডিপ্লোম্যাসি’ শীর্ষক এই পর্বে অতিথি হিসেবে যুক্ত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার সাবেক পরিচালক অধ্যাপক ড. বেনজির আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সারাবাংলা ডটনেটের স্পেশাল করেসপন্ডেন্ট এমএকে জিলানী।
আরও পড়ুন- ‘করোনায় ভ্যাকসিন একমাত্র সমাধান নয়, তবে নীতিমালা দরকার’
আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমান বলেন, সবার জন্য একটি ফ্রেমওয়ার্ক দরকার। আমরা এখনো জানি না ভ্যাকসিন কিভাবে আসবে এবং কিভাবে দেওয়া হবে কিংবা কারা পাবে। এসব বিষয়ের দেখভাল করার জন্য আলাদা কমিটি দরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগের কোনো ঘাটতি নেই। আমরা আমাদের জায়গা থেকে যেখানে যতটুকু দরকার, কাজ করে যাচ্ছি।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ড. বেনজির আহমেদ বলেন, করোনায় যে বিষয়টি প্রকট হয়ে দেখা দিয়েছে, সেটি হলো নেতৃত্বের সমস্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের যে টিম হিসেবে কাজ করার কথা ছিল, সেখানে সমন্বয়ের ঘাটতি দেখেছি। করোনা পরিস্থিতিতে তো স্বাস্থ্য অধিদফতরের অন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নিয়ে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। দুঃখজনক বিষয় হলো, অন্য মন্ত্রণালয়গুলো অগ্রগামী হয়ে রোল প্লে করলেও সে তুলনায় আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোলটা দেখছি না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান বলেন, ভ্যাকসিনের পলিটিক্সটা আমাদের সিরিয়াসলিভাবে নিতে হবে। এর জন্য দক্ষ নেতৃত্ব দরকার। ভ্যাকসিনটি ১৭ কোটি মানুষের কাছে পৌঁছাতে হবে। তা না হলে যারা দরিদ্র রয়েছে, তারা বাদ পড়বে। ভ্যাকসিন বা কিছু বিষয়ে আইনের যে দিকগুলো রয়েছে, সেগুলো ওআমাদের সমাধান করতে হবে। আর সেজন্য তথ্যের অবাধ প্রবাহ দরকার।
অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমান অধ্যাপক ড. বেনজির আহমেদ অধ্যাপক সাহাব এনাম খান করোনা ভ্যাকসিন ভ্যাকসিন ডিপ্লোম্যাসি সারাবাংলা ফোকাস