নড়াইল: জেলার সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামে রাজ্জাক মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মল্লিক বাঁশগ্রাম ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামালপ্রতাপ গ্রামের আব্দুর রাজ্জাক মল্লিক সোমবার সন্ধ্যায় বাড়ির পূর্বপাশের ঘরে মাগরিবের নামাজ আদায় করেন। এরপর তিনি জায়নামাজের পাটিতে বসে দোয়া-দুরুদ পড়ছিলেন। অন্ধকারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে খুন করে চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর শোনার পর ঘটনাস্থলে পৌঁছেছি। নিহতের ঘাড়ে কোপের চিহ্ন রয়েছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।’