Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সি আর দত্তের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: শিক্ষা উপমন্ত্রী


২৫ আগস্ট ২০২০ ১৩:৩৩ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ ১৩:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন (সি আর) দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মুক্তিযুদ্ধে এই অকুতোভয় সেনানীর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উপমন্ত্রী নওফেল আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশের সকল অসাম্প্রদায়িক গণআন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনে সি আর দত্তের বলিষ্ঠ ভূমিকা ছিল। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার মতো একজন বীরের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

বিজ্ঞাপন

শিক্ষা উপমন্ত্রী প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর