Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলে ফিরলেন গ্রেটা থুনবারি


২৫ আগস্ট ২০২০ ১৩:৪৮

গ্রেটা থুনবারি | ইন্টারনেট

বিশ্ব জলবায়ু আন্দোলনের সুইডিশ কর্মী গ্রেটা থুনবারি স্কুলে ফিরেছেন। জলবায়ু পরিবর্তন আন্দোলনে ব্যস্ত থাকায় এক বছর ধরে ক্লাশের বাইরে ছিলেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) ১৭ বছর বয়সী গ্রেটা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে বলেন, স্কুলের সঙ্গে এক বছরের দূরত্ব শেষ হয়েছে। অবশেষে আবারো স্কুলে ফিরতে পেরে তার দুর্দান্ত লাগছে।

এ সময়, স্কুলব্যাগ কাঁধে ও সাইকেলে হাত রাখা তার একটি হাস্যোজ্জ্বল ফটোগ্রাফও পোস্ট করেন তিনি। তবে কোন শহর বা স্কুলে তিনি তার পড়াশুনা অব্যাহত রাখবেন সে সম্পর্কে কিছু বলেননি।

এর আগে, গ্রেটা ২০১৯ সালের জুনে তার স্কুল ইয়ার শেষ করে বিশ্বজুড়ে ভ্রমণ শুরু করেন। তাতে মনে করা হচ্ছিল তিনি হয়তো তার লেখাপড়ায় ইতি টেনেছেন।

প্রসঙ্গত, গ্রেটা থুনবারি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে আন্দোলন করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেন। সুইডেনের সংসদ ভবনের বাইরে অবস্থান নিয়ে তিনি তার আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাপী আন্দোলনের প্রতীক হয়ে উঠেন। তার সক্রিয় আন্দোলনে উদ্বুদ্ধ হয় বিশ্বের অনেক শিক্ষার্থী।

গ্রেটা থুনবারি বিশ্ব জলবায়ু আন্দোলন সুইডেন


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর