Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিইসি একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছেন’


১০ মার্চ ২০১৮ ১৩:৩৭

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‘নির্বাচনে সব দলের অংশগ্রহণের জন্য নতুন করে উদ্যোগ নেওয়া হবে না’— ব্রাহ্মণবাড়িয়ায় দেওয়া কে এম নুরুল হুদার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী বলেন, ‘তাহলে কি প্রধান নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছেন? তাহলে তো নির্বাচনের জিকির তোলার দরকার নেই। নির্বাচনের সিডিউল ঘোষণা করে পরের দিন ক্ষমতাসীন দলকে বিজয়ী ঘোষণা করলেই হয়।’

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল যে অনাচার শুরু করেছে সে সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ। প্রধানমন্ত্রী সরকারি খরচে হেলিকপ্টারে করে দেশের বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। বিষয়টি নির্বাচন কমিশন দেখেও না দেখার ভান করছেন। অথচ জাতীয় নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের।’

‘দায়িত্বের চেয়ে চাকরি রক্ষা বড় হলে তার দ্বারা কিছু করা সম্ভব নয়। প্রধান নির্বাচন কমিশনার শেখ হাসিনার দুর্বিনীত দুঃশাসনকে প্রলম্বিত করার জন্য ভোটারবিহীন একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গেলে দেশে চরম অরাজকতা সৃষ্টি হবে। আর এজন্য দায়ি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার’— বলেন রিজভী

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সহায়ক সরকার গঠনের মধ্যেই কেবল মাত্র নির্বাচনী মাঠ সমতল হওয়ার প্রথম শর্ত পূরণ হবে।’

বিজ্ঞাপন

গত ৭ মার্চ নারী নির্যাতনের বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, ‘নারী দিবসে প্রধানমন্ত্রী নারীদের অর্থনৈতিক স্বাধীনতার কথা, তাদের কাজের কথা, তাদের শিক্ষার কথা বলেছেন। অথচ তার দলের ছেলেদের উৎপীড়নে নারী উন্নয়নের বিভৎস রূপটি ৭ মার্চ দেশবাসী প্রত্যক্ষ করল। ৭ মার্চ নারী লাঞ্ছনা আওয়ামী উন্নয়নের একটি নমুনা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘টাটকা মিথ্যা কথা’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘এরা বিএনপির কর্মসূচির অনুমতি দেওয়ার পর পুলিশকে বলে পিস্তল নিয়ে কর্মসূচির ওপর ঝাঁপিয়ে পড়তে। এরা সভা চলাকালীন অবস্থায় বিএনপি নেতাদেরকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। আবার বলে বিএনপি বেআইনিভাবে সমাবেশ করেছে।’

‘এত বড় টাটকা মিথ্যা কথা তিনি (ওবায়দুল কাদের) কীভাবে বললেন?  আমরা পুলিশকে অবহিত করেছি এবং পুলিশের অনুমতি নিয়েই অবস্থান কর্মসূচি শুরু হয়। আওয়ামী নেতারা নিজেদের পাপ ঢাকতেই মিথ্যা কথা বলছেন’— বলেন রিজভীর।

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজকে তিন দিনের রিমান্ডে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন রিজভী। অবিলম্বে তার রিমান্ড বাতিলসহ মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

সমাবেশ করার ব্যাপারে এখনো আশাবাদীঃ

এক সপ্তাহ আগে অনুমতি চেয়ে এখনো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। তারপরও আগামী ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ব্যাপারে আশাবাদী দলটি।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘আজ (শনিবার, ১০ মার্চ) খুলনায় সমাবেশ হচ্ছে। নেতৃবৃন্দরা যাচ্ছেন। ৩১ মার্চ রাজশাহী বিভাগে সমাবেশ হবে। ১৫ মার্চ চট্টগ্রামে হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও সমাবেশ হবে।’

বিজ্ঞাপন

‘ঢাকার সমাবেশের অনুমতির ব্যাপারটা এখনো আমরা জানি না। প্রতিনিধি দল গিয়েছিল। ডিএমপি জানিয়েছে ফাইল বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। পরে তারা জানাবে। আমাদের  প্রস্তুতি সম্পন্ন। তারা যখনই বলবে, তখনই আমরা ‘বিশাল’ জনসভা করব। আমরা আশা করি, পুলিশ অনুমতি দেবে এবং আগামী সোমবার আমরা সেখানে সমাবেশ করব’— বলেন রিজভী।

সাংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর