সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা
২৫ আগস্ট ২০২০ ২১:২০
ঢাকা: মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারসহ বিভিন্ন ধরনের অনিয়মের প্রমাণ পাওয়ায় রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযান শেষে সারোয়ার আলম সারাবাংলাকে বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। বেশ কয়েকটি বিষয়ে ব্যাপক অনিয়ম করছে এই হাসপাতালটি। বিশেষ করে মাইক্রো বায়োলজিক্যাল ল্যাবে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গেছে। হাসপাতালের ওই ল্যাব ও করোনা ইউনিট একই ফ্লোরে অবস্থিত। তারা করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিত। এসব বিষয় আমলে এনে তাদের ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৩০ লাখ টাকা জরিমানা অভিযান ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান