Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


২৬ আগস্ট ২০২০ ০১:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এই দুজনের মধ্যে একজন মারা গেছেন বিদ্যুস্পৃষ্ট হয়ে, আরেকজনের মৃত্যু হয়েছে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর ডেমরা কোনাপাড়ায় সিটি গ্রুপের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হন হাবিবুর রহমান (৪০) নামে এক ব্যাক্তি। পরে তাকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত হাবিবুর পটুয়াখালী বাউফল উপজেলার নারায়ণপাষা গ্রামের আব্দুল খালেকের ছেলে। দুই ছেলে ও পরিবার নিয়ে কোনাপাড়ায় থাকতো। সে ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে চাকরি করতো।

বিজ্ঞাপন

হাবিবুরের ছোট ভাই মো. মোশারফ হোসেন জানান, কোনাপাড়া সিটি গ্রুপে প্রায় ১০বছর ধরে ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে চাকরি করতো সে। সন্ধ্যায় একটি লোহার মই বেয়ে বিদ্যুতের লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি ফ্লাইওভারের ঢালে একটি সিএনজি মোটরসাইকেল আরোহী সাইদুল (১৮) কে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া সাতটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের সহকর্মী মোতালেব হোসেন জানান, তাদের বাসা বেগুনবাড়ি এলাকাতেই। নিহত সাইদুল পিকআপভ্যানের হেলপারের কাজ করতো। সন্ধ্যার দিকে দুজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মোতালেব নিজেই চালাচ্ছিল। বেগুনবাড়ি ফ্লাইওভার ঢালে এলে পিছন থেকে একটি সিএনজি তাদের মোটরসাইকেলের দেয়। এতে সাইদুল ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুই মত্যুর বিষয়ই নিশ্চিত করে জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানায় এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছে।

দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর