Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ-স্পিডবোট বন্ধ, ফেরি চলছে ৬টি


২৬ আগস্ট ২০২০ ১৭:০২

মুন্সীগঞ্জ: বৈরী আবহাওয়া ও নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে এ নৌরুটে ৬টি ছোট ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিএ’র পরিদর্শক মোহাম্মদ সোলেমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে প্রচণ্ড বাতাস বইছে পদ্মায়। তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে বুধবার সকাল থেকে এ নৌরুটে লঞ্চ এবং স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এ নৌরুটে ১৬টি ফেরির মধ্যে ৬টি ছোট ফেরি চলাচল করছে।

তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে তীব্র ঘূর্ণিস্রোত ও নাব্যতা সংকটের কারণে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরিগুলো মাঝ পদ্মায় গিয়ে নির্দিষ্ট চ্যানেল থেকে ছিটকে গিয়ে ডুবোচরে আটকে যাচ্ছে। যে কারণে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দুই থেকে তিনগুণ বেশি। যার কারণে ফেরি চলাচলে অনেক বেগ পেতে হচ্ছে।

মুন্সীগঞ্জের মাওয়া ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ (টিআই) মো. সোহরাব হোসেন জানান, শিমুলিয়া ঘাটে পণ‌্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ প্রায় দুই শতাধিক যানবাহন ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে।

লঞ্চ-স্পিডবোট চলাচল শিমুলিয়া-কাঁঠালবাড়ি


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর