আশুরায় মিছিল নিষিদ্ধে ডিএমপির নির্দেশনা
২৬ আগস্ট ২০২০ ১৭:৫২
ঢাকা: আগামী ৩০ আগস্ট পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সবধরনের তাজিয়া মিছিল, শোক র্যালি ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাস সংক্রমণের প্যানডেমিক পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমি মোহা. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পবিত্র আশুরা উপলক্ষে আগামী ১০ মহররম ১৪৪২ হিজরি (৩০ আগস্ট) তারিখ সবধরনের তাজিয়া/শোক/পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করছি। সম্মানিত ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াসমূহে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। তবে অনুষ্ঠানস্থলগুলোতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পট্কা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এই আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু হতে শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলে নির্দেশনায় বলা হয়।