Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার কবজি বিচ্ছিন্ন করা দুই আসামী গ্রেফতার


২৬ আগস্ট ২০২০ ১৮:২৮

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর ছাত্রলীগ নেতা শুভ শীলের (১৮) কব্জি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মো. শাকিল আহম্মেদ সাদি (২৫) ও তানভির মল্লিককে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত সাকিল আহম্মেদ সাদি উপজেলার মাছুয়া গ্রামের মো. আইউব আলী খানের ছেলে ও তানভীর মল্লিক দক্ষিণ মিঠাখালী গ্রামের মো. হিরু মল্লিকের ছেলে।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. শহিদুল ইসলাম জানান, সাদী ও তানভীর ঢাকার গুলশানের একটি অভিজাত বাড়িতে বাহির থেকে দরজায় তালা দিয়ে আত্মগোপনে ছিলেন। প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে গুলশান থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়। আসামিদের বুধবার আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

তিনি আরও জানান, এ মামলার এজাহারে ছাত্রলীগ কর্মী রাব্বি (২২) ও মৃদুল গয়ালীকে (২১) গত বুধবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ মো.মাসুদুজ্জামান জানান, স্থানীয় আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ এবং একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে শুভ শীলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে। তিনি আরও জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৮ আগস্ট রাতে পৌর ছাত্রলীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শুভ শীলের কব্জি কেটে দেয় প্রতিপক্ষ সাদি ও তার দলবল। এ ঘটনায় পরের দিন ১৯ আগস্ট রাতে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মূর্তজা বাদী হয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজুসহ ১৮ জন ও অজ্ঞাত ২০ ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ছাত্রলীগ নেতা পিরোজপুর মঠবাড়িয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর