Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ-বাংলামোটরে বি‌ক্ষোভ


১০ মার্চ ২০১৮ ১৪:৫০

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’।

 শ‌নিবার সকালে শাহবাগ ও বাংলা‌মোট‌র এলাকায় ওই বিক্ষোভ করেন তারা।

আ‌ন্দোলনকারীরা জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকার থাকার সময় জাতীয় সংসদে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তবে ছয় বছর পেরিয়ে গেলেও, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি প্রধানমন্ত্রী।

আন্দোলনের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে মাধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা দিয়েছেন। যেখানে সব মধ্যম আয়ের দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫, সেখানে বাংলা‌দে‌শের মানুষ কেন এ সুযোগ পাবেন না? দেশের লাখ লাখ তরুণ-তরুণী বয়সের দেয়ালে আবদ্ধ হয়ে হতাশায় ভুগছেন।’

রমনা থানার উপ-প‌রিদর্শক (এসআই) খায়রুল বাশার সারাবাংলা‌কে জানান, আ‌ন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ ও বাংলা‌মোট‌রে বি‌ক্ষোভ ক‌রেছেন। তবে পু‌লিশ তাদের চ‌লে যে‌তে বল‌লে, তারা সেখান থে‌কে চ‌লে যান।

সারাবাংলা/এসআর/আইএ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর