Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


২৬ আগস্ট ২০২০ ২০:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলায় কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, উপজেলার কাশিমাড়ি গ্রামের আব্দুল হকের মেয়ে হালিমা খাতুন (৪ বছর) ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (সাড়ে ৪ বছর)।

স্থানীয়রা জানান, শিশু দুটি বাড়ির পাশে পুকুর ধারে খেলছিল। অসাবধানতার কারণে তারা ওই পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে শিশু হালিমার লাশ পুকুরে পানিতে ভেসে উঠলে তার পরিবারের সদস্যরা দেখতে পান। এরপর তারা ওই পুকুরে নেমে শিশু তরিকুলেরও লাশ উদ্ধার করেন। একইসঙ্গে দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবারসহ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর