চাঁদাবাজির সময় হাতেনাতে ৪ ‘যুবলীগ কর্মী’ গ্রেফতার
২৬ আগস্ট ২০২০ ২১:০৩
চট্টগ্রাম ব্যুরো: যুবলীগ কর্মী পরিচয় দিয়ে টমটম চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চাঁদাবাজির সাড়ে তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ধনিরপুল মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার চারজন হলেন— নুরুল হাকিম (২০), আলমগীর মিয়া রুবেল (২৬), শহিদুল ইসলাম জায়েদ (৪৩) ও এসএম সামাদ (৩২)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন সারাবাংলাকে জানান, চকবাজার তেলিপট্টি মোড় থেকে রাহাত্তারপুল পর্যন্ত রুটে চলাচল করা টমটম (ব্যাটারি চালিত ইজি বাইক) চালকদের কাছ থেকে তারা দৈনিক ২০ টাকা করে চাঁদা আদায় করে। পরে এসব টাকা তারা নিজেরা ভাগাভাগি করে। বিভিন্নভাবে প্রভাব দেখিয়ে তারা টমটম চালকদের চাঁদা দিতে বাধ্য করে।
গ্রেফতার চারজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজেদের যুবলীগের কর্মী পরিচয় দিয়ে তারা চাঁদা আদায় করে। কারাগারে থাকা কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে তাদের পরিচিতি আছে। গ্রেফতার সামাদ টিনুর অবর্তমানে এখন তারা গ্রুপের নিয়ন্ত্রণে আছে।
তবে ওসি জানিয়েছেন, গ্রেফতার চারজনের রাজনৈতিক পরিচয় তিনি জানেন না।