Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার গ্রুপের চেয়ারম্যান লুৎফুন্নেছা আর নেই


২৬ আগস্ট ২০২০ ২১:১৭

চট্টগ্রাম ব্যুরো: খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান এলিট পেইন্ট গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদের সহধর্মিণী লুৎফুন্নেছা আহমেদ জিমি মারা গেছেন। লুৎফুন্নেছা আহমেদ জিমি শিল্প প্রতিষ্ঠান সুপার গ্রুপের চেয়ারম্যান পদেও ছিলেন।

দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে ব্যাংককের বামারুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় তিনি মারা গেছেন।

এলিট পেইন্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুপার রিফাইনারী লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত্যুকালে লুৎফুন্নেছা আহমেদ জিমির বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী ও এক ছেলে রেখে গেছেন। তার ছেলে সাজির আহমেদ এলিট পেইন্ট গ্রুপ ও সুপার গ্রুপের পরিচালক। তাদের বাড়ি চট্টগ্রাম নগরীর সিডিএ অ্যাভিনিউতে।

লুৎফুন্নেছার মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

লুৎফুন্নেছা আহমেদ জিমি সুপার গ্রুপের চেয়ারম্যান


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর