Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংকট-দুর্যোগে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই’


২৭ আগস্ট ২০২০ ১৮:৪০ | আপডেট: ২৭ আগস্ট ২০২০ ১৮:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সংকট ও দুর্যোগে দূরদর্শীতার সঙ্গে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাসভায় যুক্ত হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এখন প্রায় ৯০-এর বেশি সেন্টারে কোভিড টেস্ট হচ্ছে, যা ইতোমধ্যে নমুনা পরীক্ষায় সক্ষমতা অর্জিত হয়েছে।’

বিজ্ঞাপন

সংক্রমণ বর্তমানে উর্ধ্বমুখী ট্রেন্ড-এ না থাকলেও নিম্নমুখী বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলতে কোনোভাবেই শৈথিল্য না দেখিয়ে আরও সতর্ক থাকতে হবে।’

বর্তমান সরকার সেবাবান্ধব সরকার, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক ছাড়াও জেলা পর্যায়ের হাসপাতালের সেবার সক্ষমতা বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি জেলায় আইসিইউ কমপ্লেক্সে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার ইতোমধ্যে স্বাস্থ্য খাতসহ অন্যান্য খাতেও অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। শেখ হাসিনার স্পষ্ট ও কঠোর অবস্থান থেকেই তা স্পষ্ট যে অনিয়মের চর্চায় দলীয় পরিচয় কখনো রক্ষাকবচ হতে পারে না।’

স্বাচিপ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএমএ-র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডা. ইকবাল আর্সলান ও সাধারণ সম্পাদক ডা. এম এ আজিজ।

সারাবাংলা/এনআর/এমআই

কাদের শেখ হাসিনা সংকট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর